ওয়েব ডেস্ক: নায়ক হিসেবে নয় ভিলেন(Villain) হয়ে এবার পর্দা কাঁপাতে আসছেন শাহরুখ খান(Sharukh Khan)। বলিউড বাদশা শাহরুখ খানের শেষ ছবি ‘ডাঙ্কি'(‘Dunki’)। তারপর মেয়ে সুহানা খানের(Suhana Khan) সঙ্গে জুটি বেঁধেছেন ‘কিং'(‘King’) ছবিতে।
সংবাদ অনুযায়ী নেটিজেনদের মধ্যে শুধু আলোচনা নয় সমালোচনার পর্যায় চলছে শাহরুখের খলনায়ক(Sharukh as villain) চরিত্র নিয়ে। এই ছবির পরিচালক ‘পুষ্পা ২'(‘Pushpa2’) যিনি পরিচালনা করেছেন। অর্থাৎ সুকুমার। এই ছবিতে একজন অ্যান্টিহিরোর(Anti Hero) ভূমিকায় দেখা যাবে শাহরুখ খানকে। সংবাদমাধ্যমের একটি প্রতিবেদনে বলা হয়েছে এই ছবির গল্পে জাতপাত এবং শ্রেণী নিপীড়নের মতো গুরুত্বপূর্ণ সামাজিক সমস্যাগুলোকে তুলে ধরা হবে। শুধু তাই নয় যেগুলি বাণিজ্যিক ধারার সঙ্গে একটা গভীর প্রাসঙ্গিকতা যোগ করবে। যতটুকু জানা যাচ্ছে এটি একটি গ্রামীণ রাজনৈতিক অ্যাকশন ড্রামা হতে চলেছে।
আরও পড়ুন:‘নারী-পুরুষ সকলেরই পরিচ্ছন্নতার বিষয়টা দেখা উচিত’, কঙ্কনা
যেখানে শাহরুখকে একেবারেই বেশি অবতারে দেখানো হবে। প্রসঙ্গত, শাহরুখ তার কেরিয়ারের শুরুর দিকে বেশ কিছু ছবিতে অ্যান্টিহিরো হিসেবে দর্শকদের কাছে ধরা দিয়েছিলেন। এগুলির মধ্যে ‘ডর’, ‘বাজিগর’ বিশেষভাবে উল্লেখযোগ্য ‘পাঠান’ ও ‘জওয়ান’ ছবিতেও তার অ্যাকশন একইভাবে উঠে এসেছিল আলোচনায়।
তবে সুকুমার পরিচালিত শাহরুখ খানের এই আলোচ্য ছবি তৈরি হতে এখনো দেরি আছে। এই মুহূর্তে সুকুমারের(Sukumar) একাধিক প্রকল্পের কাজ চলছে। যার মধ্যে রয়েছে রামচরনের সঙ্গে ‘আরসি ১৭’, ‘পুষ্পা ৩: দ্য রম্পেজ’ এবং একটি রোমান্টিক ড্রামা।
অন্যদিকে শাহরুখ প্রস্তুতি নিচ্ছেন ‘কিং’ এর। যেখানে তার মেয়ে সুহানা খানকে দেখা যাবে। ছবিটি এবছর মে মাসে ফ্লোরে যেতে চলেছে। এবং তারপর ‘পাঠান ২’ আসার কথা। এটি ২০২৩ এর ব্লকবাস্টার সিক্যুয়েল। এমনকি ‘টাইগার ভার্সেস পাঠান’ এর কাজও ২০২৬ এর শুরু হওয়ার কথা রয়েছে। কাজেই সুকুমারের সঙ্গে শাহরুখ খানের নতুন প্রোজেক্টে সামিল হতে গেলে ২০২৭ সাল পর্যন্ত অপেক্ষা করা ছাড়া কোন উপায় নেই।।